Ya. It looks odd to see a big list of signature. On 4/30/11, Miah M. Hussainuzzaman <mmhza...@gmail.com> wrote: > +১ > > এছাড়া, সাথে অপ্রয়োজনীয় কোট করা অংশ বাদ দেয়ার প্রস্তাব রাখছি। তবে যখন > নির্দিষ্ট কিছু প্রশ্নের উত্তর আলাদা করা হয় তখন ইন-লাইন কোট করা যুক্তিসংগত। > উদাহরণ হিসেবে এই মেইলটির সাথে যে কোট করা অংশটুকু যাচ্ছে সেটা এই মেইলের > ক্ষেত্রে (বিশেষত গুগল যে স্টাইলে মেইল দেখায় তাতে) আমার কাছে অপ্রয়োজনীয় মনে > হয়। আমি ইচ্ছা করেই এই অংশটুকু মুছলাম না। > > ৩০ এপ্রিল, ২০১১ ৫:১৯ pm এ তে, Tareq Hasan <tareq1...@gmail.com> লিখেছে: > >> +1 >> >> আমারও বেশ খারাপ লাগছে, কয়েকজনের স্বাক্ষরের সাথে দেখলাম মেইল বডি'র কোন >> স্পেস >> নাই। কোনটা রিপ্লাই, আর কোনটা স্বাক্ষর সেইটাই বোঝা যায় না। >> -------------------------------------------- >> Best regards >> Tareq Hasan >> Blog <http://tareq.wedevs.com> | Twitter <http://twitter.com/tareq_cse> >> >> >> >> 2011/4/30 Shabab Mustafa <sha...@linux.org.bd> >> >> > কিছু কিছু সদস্যের ইমেইলের স্বাক্ষরের উচ্চতা ২০ লাইনের কাছাকাছি। তাদের >> কাছে >> > থেকে যখন এক-দুই লাইনের উত্তর পাওয়া যাচ্ছে তখন কোনটি যে ইমেইলের মূল অংশ >> > আর >> > কোনটি এর লেজ সেটা বুঝতে বেগ যথেষ্ট বেগ পেতে হচ্ছে (অন্তত আমার হচ্ছে, আমি >> > নিজে বেশ বিব্রতবোধ করছি)। >> > >> > আমার প্রস্তাবটি খুব সহজ। আমাদের মেইলিং লিস্টে ব্যবহৃত স্বাক্ষরের উচ্চতা >> > আমরা >> > সর্ব্বোচ ৫ লাইন রাখতে পারি। প্রয়োজনে স্বাক্ষরে একটি আমরা নিজেদের পাবলিক >> > প্রোফাইলের লিংক যোগ করতে পারি যেখানে আমাদের বিস্তারিত তথ্যাদি থাকতে >> > পারে। >> > >> > দয়া করে এই প্রস্তাবের পক্ষে - বিপক্ষে আপনাদের মতামত জানান। >> > >> > ধন্যবাদ। >> > >> > --- >> > Shabab Mustafa >> > Liaison Person >> > Ubuntu Bangladesh >> > https://wiki.ubuntu.com/Shabab >> > -- >> > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org >> > Bangla Linux Forum | http://forum.linux.org.bd >> > >> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd >> -- >> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org >> Bangla Linux Forum | http://forum.linux.org.bd >> >> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd >> > > > শামীম > Mobile phone: +8801731 216 486 > Homepage <http://sites.google.com/site/mmhzaman/home> ; ব্লগসমূহ: পরিবেশ > প্রকৌশলীর প্যাচাল <http://hussainuzzaman2.blogspot.com/> ; খিচুড়ী > ব্লগ<http://hussainuzzaman.blogspot.com/>; > সচলায়তন <http://www.sachalayatan.com/hussainuzzaman> > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > Bangla Linux Forum | http://forum.linux.org.bd > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
-- Sent from my mobile device *Md. Shahadat Hossain* -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd