ইয়ে, আমার কাছে নাটোর থেকে তৌফিক ঈমাম নামক একজন বালক (!) চেয়েছিলো। ওর জন্য হলেও এটা আমারও দরকার। সুবিধামত আইএসও ফাইলটা সংগ্রহ করে নেবক্ষন। আগামী রবিবার মেহেদি ভাইয়ের ওখানে গেলে সংগ্রহ করতে চাই।
আপাতত বাসায় ও অফিসে লুসিড, এগুলো যথেষ্ট ভাল সার্ভিস দিচ্ছে। সাথে অন্য সফটওয়্যারগুলোতো আছেই। তাই নতুন ভার্সনে যাব কিনা ভাবছি। নেটবুকে ম্যাভেরিক; এটার জন্য নতুন ভার্সন নেয়ার ইচ্ছা ... ... কেউ কি বলতে পারবেন এটাতে উবুন্টু নেটবুক এডিশন ভাল চলবে নাকি কেডিই প্লাজমাটা একবার ট্রাই দেব? -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd