নিউজ এ দু তিনদিন ধরেই দেখছি বাংলাদেশ এর নিজের তৈরী লেপটপ ঢাকার বাজারে আসছে. কে কি জানেন ওই লেপটপ গুলি তে কোন o.s বেবহার করা হবে? আমি মনে করি এটা উবুন্টু ও লিনাক্স কমুনিটির জন্য সুবর্ণ একটা সুযোগ, লেপটপ গুলো যদি ডিফল্ট ভাবে উবুন্টু অথবা লিনাক্স মিন্ট শিপ করে তাহলে সারা বাংলাদেশ উপকৃত হবে. এ সম্পর্কে কারো কাছে কোনো নিউজ আছে নাকি? -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd