ধন্যবাদ রিং ভাই, এটা শেয়ারড নেট। দেখি অ্যাড-অন ব্যবহার করে। শোয়েব মাহমুদ বরিশাল।
2010/11/10 সাজেদুর রহিম জোয়ারদার <tosha...@gmail.com>: > শোয়েব ভাই > > আপনার সাইবার সেন্টারের সার্ভার কিসে তৈরী করা? আর আপনি কি প্রক্সি বেজড নেট > চালাচ্ছেন? যদি এটা না করে থাকেন এবং শেয়ারড নেট চালান তো অ্যাডাল্ট সাইট ব্লক > করতে আপনি ফায়ারফক্স এক্সটেনশন foxfilter ব্যবহার করতে পারেন। আশা করি সমাধান > হয়ে যাবে। > > -- > রিং > +8801671411437 > > বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা > জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ > প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার > ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা > ঢাকা-১০০০। > > সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্স মিন্ট > বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র > ব্লগ <http://toshazed.wordpress.com/> > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > Bangla Linux Forum | http://forum.linux.org.bd > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd