প্রিয় সবাই, ল্যুসিডে আমি লিনাক্স-মিন্টের সিডি দিয়ে গিম্প ইন্সটল করতে চাই। এজন্য সিস্টেম>অ্যাডমিসিস্ট্রেশন>সফটওয়্যার সোর্সেস থেকে আদার সফটওয়্যারে গিয়ে অ্যাড সিডিরমে ক্লিক করলে," প্লিজ ইনসার্ট এ ডিস্ক ইন দি ড্রাইভ" আসে। কিন্তু ডিস্ক ঢুকিয়ে ওকে দিলে "এরর স্ক্যানিং দি সিডি এফঃ ফেইলড টু মাউন্ট দি সিডি" মেসেজ আসে। উল্লেখ্য সিডি বা সিডিরমে সমস্যা নাই। এখানে সমস্যা হচ্ছে কোথায়?
শোয়েব মাহমুদ বরিশাল। -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd