আপনি কি chrome এর বেটা ভার্সন বেবহার করছেন?
2010/10/12 Maya Max <maya2...@gmail.com> > দ্রুত উত্তর দেবার জন্য ধন্যবাদ। আপনার দেয়া সমস্যার ধাপগুলো ঠিক আছে। > এরকই হয়। আপনার প্রশ্নের উত্তরগুলো একে একে জানাচ্ছি। > প্রশ্ন ১) এগুলো কি সবসময় ঘটে?? > উত্তর: সবসময় ঘটে কি না তা পরীক্ষা করে দেখিনি। কারণ সবসময় ফায়ারফক্সের > পাশাপাশি ক্রোম চালু করি না। তবে আপনার উত্তর পড়ার পর ক্রোম চালু করলাম। > ফায়ারফক্স বন্ধ করলাম, ক্রোম বন্ধ করলাম। সঙ্গে সঙ্গে স্ক্রীণ কালো হয়ে > গেল। মাউস পয়েন্টার বামপাশের উপরে কোণে গিয়ে স্থির হয়ে গেল। > > এখানে আরও একটা সমস্যার কথা বলা হয়নি। কম্পিউটার রিস্টার্ট দেবার পর আমার > নকিয়া ই৫১ ফোনকে আর মোবাইল ব্রডব্যান্ড কানেকশনে দেখায় না। ফোনটিকেই > কয়েকবার রিস্টার্ট দেবার পর কাজ করে। অর্থাৎ কম্পিউটারের সমস্যাটি > মোবাইলকেও আক্রান্ত করে। > > প্রশ্ন ২) কোন মেসেজ কি দেখতে পান কোন যায়গায়? > উত্তর: না কোন মেসেজ দেখা যায়না। > > প্রশ্ন ৩) গ্রাফিক্স কি সরাসরি কালো হয়ে যায়? নাকি কালো হবার আগে ভেঙ্গে > যায় তারপর কাল হয়? > উত্তর: সরাসরি কাল হয়ে যায়। কোন উইন্ডো ভেঙ্গে যাওয়া বা এরকম কিছু হয়না। > > ভালো থাকুন > > On 13/10/2010, shiplu <shiplu....@gmail.com> wrote: > > 2010/10/12 Maya Max <maya2...@gmail.com>: > >> আমি উবুন্টু ১০.০৪ এ আছি। প্রায় এমন হয় যে ফায়ারফক্স এর পাশাপাশি গুগল > > কি করলে সবসময় এরকম হয়? > > নিচের ধাপগুলো দেখুন > > ১) ফায়ারফক্স আর গুগল ক্রোম চালু আছে > > ২) ফায়ারফক্স বন্ধ করলাম > > ৩) ক্রোম বন্ধ করলাম। > > ৪) স্ক্রীন কালো হয়ে গেল। কার্সর ব্লিংক করা শুরু করল। > > ৫) এই অবস্থায় কম্পিউটার হ্যাঙ করল। > > > > প্রশ্ন ১) এগুলো কি সবসময় ঘটে?? > > প্রশ্ন ২) কোন মেসেজ কি দেখতে পান কোন যায়গায়? > > প্রশ্ন ৩) গ্রাফিক্স কি সরাসরি কালো হয়ে যায়? নাকি কালো হবার আগে ভেঙ্গে > > যায় তারপর কাল হয়? > > > > > > > >> ক্রোম দিয়ে ব্রাউজ করছি। এমতাবস্থায় ফায়ারফক্স বন্ধ করার পর ক্রোম বন্ধ > >> করলে কম্পিউটারের স্ক্রীণ কালো হয়ে যায়, বামপাশের উপরে কোণায় একটি ড্যাস > >> মিটমিট করতে থাকে। শেষে কোন উপায় না দেখে রিস্টার্ট বোতাম টিপে (কেসিং > >> এর) কম্পিউটার রিস্টার্ট দেই। এটা কি কারনে হতে পারে বুঝতে পারছি না। > >> মেমরী'র কারণে কি? আমার কম্পুর মেমরি ১ গিগাবাইট। দয়া করে কেউ সাহায্য > >> করবেন কি? > > ৯৯.৯৯% সম্ভাবনা আছে যে এটা মেমরী ঘটিত কোন সমস্যা না। > > > > আপনাকে যে প্রশ্নগুলো করেছি তার উত্তর দিলে ট্রাবলশুট করতে সুবিধে হবে। > > > >> -- > >> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > >> Bangla Linux Forum | http://forum.linux.org.bd > >> > >> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > > > > > > > > -- > > Shiplu Mokadd.im > > My talks, http://talk.cmyweb.net > > Follow me, http://twitter.com/shiplu > > SUST Programmers, http://groups.google.com/group/p2psust > > Innovation distinguishes bet ... ... (ask Steve Jobs the rest) > > -- > > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > > Bangla Linux Forum | http://forum.linux.org.bd > > > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > Bangla Linux Forum | http://forum.linux.org.bd > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd