do you HAVE to do this every time a new release comes out?! :P
anyways, swapped off w7 and back to ubuntu.
so far <3ing maverick.

2010/10/10 Adnan Quaium <adnan.qua...@linux.org.bd>

> নির্ভর করছে আপনি নতুন ভার্সন চালাতে চান কী না? যেমন আমি ল্যুসিডেই থাকছি,
> একটা এলটিএস থেকে আরেকটা এলটিএসে লাফ দেবার ইচ্ছে, তাই মাঝখানের ছোট
> ভার্সনগুলোতে যেতে চাচ্ছিনা।
>
> ছয়মাস পর পর নতুন ভার্সন বের করার দরকার ও আছে। এটা হচ্ছে অনেকটা ড্রামবিটের
> মত। বড়সড় বিট পড়ার আগে কয়েকটা ছোট ছোট বিট যা কিনা একটা স্টেডিস্টেট উন্নয়ন
> নির্ধারণ করে। আপনি যদি বড়সর পরিবর্তন আশা করেন তাহলে কেবল এলটিএস ভার্সন
> ব্যবহার করুন। যদি আপনি ধারাবাহিকভাবে একটা ইম্প্রুভমেন্ট প্রসেসের মাঝে থাকতে
> চান তাহলে ছোট ভার্সনগুলোও ব্যবহার করুন।
>
> 2010/10/10 Maya Max <maya2...@gmail.com>
>
> > খবরটি জানানোর জন্য ধন্যবাদ। আমি অবশ্য সন্ধ্যাতেই জেনেছি। তবে বুঝতে
> > পারছি না নতুন উবুন্টু ডাউনলোড করবো কি না? এত বারবার (ছয়মাস পর) নতুন
> > ভার্সন বের করারই বা দরকার কি?
> >
> >
>
> --
> Adnan Quaium
>
> MSc Student
> Faculty of Electrical Engineering Mathematics and Computer Science
> Technical University of Delft
> Mekelweg 4
> Delft
> The Netherlands
>
> Email: adnan.qua...@linux.org.bd
> Web: www.adnan.quaium.com <http://adnan.quaium.com>
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
Bangla Linux Forum | http://forum.linux.org.bd

https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to