কথা ঠিক গত এক মাস থেকে কোনো সারা শব্দ নাই এইদিকে আমি আবার উইনডোজ ৭ এ ফিরে গেসি লিনাক্স্মানব রা কথায়?
2010/10/2 ajom mahmud <ajom...@gmail.com> > প্রিয় সবাই, > বেশ কয়েক দিন (প্রায় ২০/২২ দিন) থেকে আমি উবুন্টু লিষ্টে কোন মেইল পাচ্ছি না। > আপনারা কেউ কি পাচ্ছেন? > নাকি লিনাক্স নিয়ে আর কেউ কোন সমস্যায় পড়ছেন না? > যদি তাই হয় তাহলে তো লিনাক্সের জয়। > তা না হলে প্লিজ কেউ হেল্প করুন কেন আমি আর আগের মতো লিনাক্স এর কোলাহল > শুনতে পাই না! > > সবার ভালো থাকা কাম্য। > > বিণত > আজম > তানোর, রাজশাহী। > ০১১৯৯৩৫১৫৪৬ > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > Bangla Linux Forum | http://forum.linux.org.bd > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd