একটি বিশেষ ঘোষণা!

আগামী শনিবার সফটওয়্যার ফ্রিডম ডে উদযাপন উপলক্ষ্যে লিনাক্স
ব্যবহারকারীদের নিয়ে আমরা একটা আড্ডার আয়োজন করতে যাচ্ছি।  অবশ্য শুধু
লিনাক্স ব্যবহারকারীরাই নয় বরং যারা লিনাক্সের 'ল' ও জানেনা তারাও
আমন্ত্রিত সেখানে।  সেখানে কোনো টেকনিকাল প্যাকপ্যাকানি হবে না, কেবলই
আড্ডা হবে, নির্জলা আড্ডা - কোন বদ্ধ রুমে নয় বরং খোলা আকাশের নীচে
প্রাঞ্জল আড্ডা!  অন্যভাবে মিলনমেলাও বলা যায় এই আড্ডাকে।

আড্ডার সময়সূচী ও তারিখ নীচে দেয়া হলঃ

      সময়ঃ বিকাল ৪টা
      তারিখঃ শনিবার, ১৮ই সেপ্টেম্বর
      স্থানঃ ছবির হাট, চারুকলা ইন্সটিটিউটের উল্টোদিকে
      যোগাযোগঃ ০১৭১৩ ২৭ ১৭ ৩৭ (এঞ্জেল)

যারা আসতে আগ্রহী তারা দয়া করে এই পোস্টে জানিয়ে যাবেন, যাতে আমরা
উপস্থিতির ব্যাপারে একটা সম্ভাব্য ধারনা পেতে পারিঃ
http://forum.linux.org.bd/viewtopic.php?f=36&p=10857

আশা করছি জমজমাট একটা আড্ডা হবে সবার সাথে!
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
Bangla Linux Forum | http://forum.linux.org.bd

https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
  • [Ubuntu-BD] স... Russell John
    • Re: [Ubu... Arif Uddin
      • Re: ... Ahamed Bauani [http://bd-servers.net]
        • ... Mohammad Mukhtaruzzaman
          • ... ZM.Mehdi Hassan
            • ... সাজেদুর রহিম জোয়ারদ ার

Reply via email to