রিলিজ পার্টি অবশ্যই হবে রিং ভাই, তবে তারিখের ব্যপারটা কনফার্ম করতে পারছি না এখনি। অক্টোবরেই হবে, এ ব্যাপারে নিশ্চায়তা দিতে পারি। :)
2010/9/3 সাজেদুর রহিম জোয়ারদার <tosha...@gmail.com>: > রাসেল ভাই > > খুবই আনন্দের সংবাদ। > > আপনি যেহেতু আমাদের দলের প্রশাসক তাই আপনাকে সহ দুই দলনেতা শাবাব আর শাহরিয়ারের > কাছেও একট দাবি জানাচ্ছি। আমরা, উবুন্টুর ব্যবহারকারীরা এবার অবশ্যই > ২০.১০.২০১০ এ "ম্যাভেরিক মিরক্যাট"র রিলিজ পার্টি চাইবো। প্রতি রিলিজের সাথে > সাথেই উবুন্টু বাংলাদেশ নতুন রিলিজকে বরন করছে আর প্রচার করছে এটা খুবই আনন্দের > একটা ব্যাপার। আর এই রিলিজ পার্টিটা এবার যদি প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ের > বনানী শাখায় করা যায় তো খুবই ভালো হয়। > > আশা করি বিষয়টা সক্রিয় বিবেচনায় রাখবেন। > > ধন্যবাদ > > -- > রিং > মুঠোফোনঃ+8801671411437 > বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা > জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ > প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার > ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা > ঢাকা-১০০০। > সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট > বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র > ব্লগ <http://toshazed.wordpress.com/> > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > Bangla Linux Forum | http://forum.linux.org.bd > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd