@রিং ভাই, জি ভাই। আমি উবুন্টুতে স্বাভাবিক ভাবে সাউন্ড পাচ্ছি। ওই অবস্থায় যদি হেডফোন লাগানো হয় তখন ত
On 8/28/10, Abir Sadik <abir.sa...@gmail.com> wrote: > আপনি আপনার gnome পানেল এর sound icon এ ক্লিক করে sound প্রেফেরেন্সেস ওপেন > করুন. ভলুমে সব unmute করা আছে কিনা চেক করুন., এরপর output tab এ যান. Choose > a device for sound output এ আপনার হেডফোন আছে কিনা চেক করুন. যদি না থাকে, > output tab এর একদম নিচের দিকে দেখতে পাবেন connector নামে dropdown একটা মেনু. > সেখান থেকে সিলেক্ট করুন analog headphones or analog outputs. > > 2010/8/28 সাজেদুর রহিম জোয়ারদার <tosha...@gmail.com> > >> তানভীর ভাই >> >> ল্যাপটপে হেডফোন লাগাবার পর সয়ংক্রিয়ভাবেই স্পীকার থেকে সাউন্ড সুইচিং হয়ে >> যাবে। এটা সমস্যা না। >> >> উবুন্টুতে আপনি হেডফোনে কেন সাউন্ড পাচ্ছেন না এটা বোধগম্য নয়। আমার এইচপি >> ৫৩০ >> আর ডেল ভস্ট্রো তে তো ঠিকঠাক মতোই পাচ্ছি। কোন অতিরিক্ত কনফিগারেশন করতে >> হয়নি। >> >> *আপনি কি উবুন্টুতে স্বাভাবিকভাবে মানে হেডফোন না লাগিয়ে সাউন্ড পাচ্ছেন?* >> যদি >> এটা পান তবে হেডফোনেও পাবেন। >> >> -- >> রিং >> মুঠোফোনঃ+8801671411437 >> বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা >> জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ >> প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার >> ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা >> ঢাকা-১০০০। >> সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট >> বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ >> <http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/ >> > >> -- >> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org >> Bangla Linux Forum | http://forum.linux.org.bd >> >> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd >> > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > Bangla Linux Forum | http://forum.linux.org.bd > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd