রিস্টোর করার জন্য আপনার বন্ধুর পিসিতেও আগে APTonCD এর Deb ফাইলটা ইন্সটল করতে
হবে। তাহলে রিস্টোর করতে পারবেন।(খেয়াল করে দেখুন, ব্যাকআপ নেবার সময়ই আপনার ওই
ফাইলটা ইন্সটল করতে হয়েছে, যেটা আপনার বন্ধুর পিসিতে থাকার কথা নয়)।

আর রিস্টোর না করেই যদি সরাসরি সিডি থেকে ইন্সটল করতে চান তাহলে সিডিটা রমে
ঢুকিয়ে তারপর রান করুন:
১. sudo apt-cdrom add  <সিডিরম রিপো সোর্সে যোগ করলাম>
২. sudo apt-get update  <এইবার রিপো ইনডেক্স আপডেট করলাম>

এইবারে সিনাপ্টিক প্যাকেজ ম্যানেজারে গিয়ে সফটওয়্যার সিলেক্ট করে নিয়ে ইন্সটল
করুন।
---
Shabab Mustafa
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
Bangla Linux Forum | http://forum.linux.org.bd

https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to