ভাই আবির সাদিক *সহজ সমাধানঃ* আপনি আপনার হোম ফোল্ডারে হিডেন ফোল্ডার গুলো থেকে .firefox ফোল্ডারটা ডিলিট করে দিন। * জটিল সমাধানঃ* *১।* টার্মিনালে খুলে কমান্ড দিনঃ firefox --safe-mode। ফায়ারফক্স চালু হবে। এবার টুলস>>অ্যাড-অনস মেন্যু থেকে আপনার "ঝামেলা পাকানো অ্যাডঅন টিকে" আনইন্সটল করে দিন। তারপর ফায়ারফক্স কে রিস্টার্ট করতে বলুন। আশাকরি কাজ হয়ে যাবে। *২।* এভাবে না করতে চাইলে আপনি সিস্টেম>>অ্যাডমিনিস্ট্রেশান>>সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার>> থেকে ফায়ারফক্স কে রিইন্সটল করে দিন।
-- রিং মুঠোফোনঃ+8801671411437 বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা ঢাকা-১০০০। সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ <http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd