উহু, iptables শুধু IPv4 এ কাজ করবে, IPv6 এর জন্য ip6tables লাগবে। রুল / প্যারামিটার একই রকম।
2010/8/26 সাজেদুর রহিম জোয়ারদার <tosha...@gmail.com>: > আমার জ্ঞানের সীমা সীমিত। তাই বোকার মতো একটা প্রশ্ন করছি। কিছু মনে করবেন না। > iptables এ কি ipV6 সাপোর্ট এনাবল করা হয়েছে? -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd