লিনাস টরভাল্ডস-এর মতো, সকল ব্যক্তি যদি তাঁর আন্তরিক শখ-আহ্লাদটুকু পূরণের
জন্য সময় দিতে থাকেন, তাহলেই তো পৃথিবীতে একের পর এক সত্যিকারের ম্যাজিক ঘটতে
থাকবে, তাই না অভ্রনীল দা?

ব্যক্তির অনন্ত শক্তি আলাদিনের দৈত্যের মতো বন্দী হয়ে আছে রাজনৈতিক সমাজের
বোতলের মধ্যে।

সমাজটা রাজনীতির দখলে এখনো। তারই জন্য ব্যক্তি আছেন কুণ্ঠিত হয়ে। সমাজে এখন
রাজনীতিবিদ বৈধ। ব্যক্তি অবৈধ। সমাজকে রাজনীতির খপ্পর থেকে মুক্ত করে খোদ
সমাজের কাছে আবার ফেরত আনাই আমাদের উন্নতি আর আনন্দের পথ। সেই পথে লিনাস
টরভাল্ডসও আমাদের পাথেয়।

জয় হোক লিনাক্সের ...

নিউটন

2010/8/25 সাজেদুর রহিম জোয়ারদার <tosha...@gmail.com>

> টিনএজের শেষ বর্ষে "লিনাক্স" কে শুভেচ্ছা। আগামীর পরিনত পথ চলায় যে কোন দিনে,
> যে কোন সময়, আজকের মতোই সহযাত্রী রবো, কথা দিলাম। শুভ হোক তোমার জন্মদিন, শুভ
> হোক আগামীর পথচলা।
>
> --
> রিং
> মুঠোফোনঃ+8801671411437
> বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
> জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
> প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
> ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
> ঢাকা-১০০০।
> সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
> বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ
> <http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/
> >
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
Bangla Linux Forum | http://forum.linux.org.bd

https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to