Vai I am ISTIAQUE . I live in Rajshahi. My Cell Phone : 01713664155
________________________________ From: saeed ahmed <saeed....@gmail.com> To: Ubuntu Bangladesh <ubuntu-bd@lists.ubuntu.com> Sent: Sun, August 22, 2010 2:06:28 AM Subject: Re: [Ubuntu-BD] রাজশাহীতে কেউ আছেন? রিং ভাই, আপনি যদি আমাকে তার ঠিকানা দিয়ে একটু সাহাজ্যে করতেন, তাহলে আমি নিজে তানোর গিয়ে তার অভিজ্ঞতাগুলো জেনে আসতে পারতাম এবং সবাইকে জানাতে পারতাম। তানোর রাজশাহীর প্রত্যন্ত এলাকার গুলির একটি। এমন জায়গায় উবুন্টুর ব্যবহার আসলেই উল্লেখযোগ্য। 2010/8/21 সাজেদুর রহিম জোয়ারদার <tosha...@gmail.com> > যদিও অনধিকার চর্চা কিংবা একটু বেশি বলা হয়ে যায় তবু বলছি, *তানোর থেকে আজম > মাহমুদ ভাই* আছেন উবুন্টু বাংলাদেশের রাজশাহী পরিবারে। উনি নিজের একটা দোকানে > কম্পোজ আর মেমরিতে গান লোড ইত্যাদি ধরনের কাজের জন্য কম্পুতে উবুন্টু > চালাচ্ছেন। তাই ওনার তিতা-মিঠা অভিজ্ঞতা যদি আপনার জানতে চেষ্টা করতেন তাতে > উবুন্টুর রাজশাহী পরিবার আরো বিস্তৃত হতো। বিভিন্ন প্রতিবন্ধকতা পেরিয়ে আসার > মানসিক দৃঢ়তা আর সম্ভবনার দুয়ারগুলো আরো উন্মোচিত হতো। > > আমি আমার ব্যক্তিগত মতামত দিলাম। ভালো না লাগলে বা অনধিকার অনুপ্রবেশ ও > মন্তব্য > করা হলে, আন্তঃরিকভাবেই দুঃখিত। > > -- > রিং > মুঠোফোনঃ+8801671411437 > বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা > জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ > প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার > ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা > ঢাকা-১০০০। > সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট > বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ > <http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/ > > > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > Bangla Linux Forum | http://forum.linux.org.bd > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd