অসম্ভব ভালো খবর! শুনে খুবই ভালো লাগলো। শাবাব ভাইকে ধন্যবাদ ও অভিনন্দন।
On 8/21/10, সাজেদুর রহিম জোয়ারদার <tosha...@gmail.com> wrote: > শাবাব > > অত্যন্ত আনন্দের সংবাদ। সমগ্র সংবাদখানি পড়িয়া নয়ন দু'খানি জুড়াইয়া যাইতেছে। > কতকাল পরে এহেন সুখবর পাইলাম। এহেন সুসংবাদ প্রদানে প্রবৃত্ত হওয়ায় তোমাদিগকে > কৃতজ্ঞতা প্রকাশে তোমাদিগের অবদানকে ক্ষুদ্র করিব না। তথাপি অন্তরের অন্তঃস্থল > হইতে তোমাদিগের জন্য দোয়া রহিল। > > বাংলাদেশে ওপেনসোর্স আর মুক্ত সফটওয়্যারের প্রসারে উবুন্টু বাংলাদেশ তার > কার্য্যক্রম অব্যাহত রাখুক আর সফলতা লাভ করুক। > > হ্যাপি বুন্টুয়িং, হ্যাপি মিন্টিং, হ্যাপি লিনাক্সিং > > -- > রিং > মুঠোফোনঃ+8801671411437 > বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা > জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ > প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার > ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা > ঢাকা-১০০০। > সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট > বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ > <http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > Bangla Linux Forum | http://forum.linux.org.bd > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd -- Goutam Roy Research Coordinator Research, Evaluation and Dissemination Plan Bangladesh Bangladesh Country Office House 14, Road 35 Gulshan 2, Dhaka 1212 Bangladesh T + 88-02-9861599, 9860167 M+ 88-01612018951, 01712018951 goutam....@plan-international.org www.plan-international.org -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd