@শিপলু দা আপনি বুঝতে ভুল করেছেন। রাহাত এর ডিএসএল কানেকশান। এটা সরাসরি উবুন্টুর নেটওয়ার্ক কানেশান ম্যানেজার দিয়ে কানেক্ট করা যাবে না, কারন এটাতে কোন একটা ছোট্ট বাগ আছে, যেটা সেই জন্টি থেকেই ভোগাচ্ছে। ক্যানোনিকাল দুবার করে ফিক্স করেছে, কিন্তু কোন লাভ হয় নি। যে লাউ সেই কদু, মানে পোকা (বাগ) রয়েই গেছে।
@রাহাত ভাই তোমার সমস্যার সমাধান হলো ১। টার্মিনাল ওপেন করে কমান্ড দাও *sudo pppoeconf* ২। যে উইন্ডো পাবা তাতে তোমার ল্যান কার্ডগুলো দেখাবে। একটা ল্যান হলে একটাই দেখাবে। তোমার যে ল্যান কার্ডে কানেকশান আছে তা সিলেক্ট করে নিয়ে yes চাপো। ৩। তোমার নেটওয়ার্ক কানেকশান সেটিংস গুলো ঠিকঠাক মতো দাও। ৪। তোমার ইউজার নেম আর পাসওয়ার্ড যেভাবে এখানে লিখেছো ঠিক ওভাবেই ওখানে দিয়ে দিও। ৫। সেটিংস সেভ করে বেরিয়ে আসবে। কিছুক্ষন পর এমনিতেই নেট কানেক্টেড হবে। ৬। তোমার কানেকশান ম্যানেজারে কিন্তু এখনো ডিসকানেক্টেড দেখাবে। ভয়ের কিছু নেই তুমি ব্রাউজার খুলে দেখো। নেট কানেক্টড আছে কিনা? পরবর্তীতে যখনই তুমি পিসি মিন্টে চালাবে, লগইন করার সাথে সাথে নেট কানেকশান পাবে। আশাকরি তোমার সমস্যার সমাধান হবে। আর সমাধান হলে জানাতে ভুলে যেও না কিন্তু। -- রিং মুঠোফোনঃ+8801671411437 বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা ঢাকা-১০০০। সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ <http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd