http://forum.linux.org.bd/viewtopic.php?f=14&t=1079
১৯ আগস্ট, ২০১০ ৫:৫৩ pm এ তে, Rabbi Hossain <md.rabbi.hoss...@gmail.com>লিখেছে: > আমি আমার পিসিতে লিনাক্স মিন্ট ৯ ও উইন এক্সপি ডুয়াল বুটে চালাই। > আমার এক্সপিতে প্রবলেম থাকার কারনে আমি এক্সপি রি-ইন্সটল করি। > এখন আমি আমার লিনাক্স মিন্টের লাইভ সিডি বুট করে আমার গ্রাব রিকভার করি। > কিন্তু সমস্যা হচ্ছে যে, আমি যখন গ্রাব ইন্সটল করি তখন গ্রাব রিকভার হলেও একটি > এরর মেসেজ দেয়। > মেসেজটি এরকম --->> grub probe:no such boot device found ( is /dev mounted?) > আমি sudo update-grub কমান্ড দিলেও উপরের মেসেজ দেয়।(লাইভ সিডিতে চলার সময়) > এরপর আমি পিসি রিস্টার্ট দেয়ার পর দেখি যে গ্রাব রিকভার হয়েছে।কিন্তু আমি যখন > লিনাক্স মিন্ট সিলেক্ট করি তখন নিচের এরর মেসেজ দেয়। > > "The Disk Drive For /media/50E8A7EBE8A7CE12 Is Not Ready Yet Or Not Present > Continue To Wait,Or Press S To Skip Mounting Or M for Manual Recovery" > > আমি অনেকক্ষন ওয়েইট করেছি কোন ও S চেপে স্কিপ করার চেস্টা করেছি কিন্তু কোন > কাজ > হয়নাই। > এখন আমাকে কেউ হেল্প করুন আমি অনেক ঝামেলায় আছি। > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > Bangla Linux Forum | http://forum.linux.org.bd > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd -- .:: অভ্রনীল ::: Ovroniil ::. ❆ আমার সাইট ➠ http://ovroniil.wordpress.com/ ❆ লিনাক্স ফোরাম ➠ http://forum.linux.org.bd -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd