ডুয়েল বুটিং এ উবুন্টু ১০.০৪ এবং এক্সপি চালাতাম। যদিও উইন্ডোজ ব্যবহার করা হয় না..তারপরও চিন্তা করলাম উইন্ডোজের সেভেনটা কেমন একটু দেখা উচিৎ। তাই ইন্সটল দিলাম। তারপরই পরলাম ঝামেলায় ~x( বুটিং এর সময় ubuntu লেখার নিচে যেখানে কয়েকটা ডট তার বেশ নিচে লেখা আসে... [quote]The disk drive for /media/Windows_Xp is not ready yet or not present[/quote] [quote]Continue t wait; or press S to skip mounting or M for manual recovery[/quote]
আমার যে ড্রাইভে উইন্ডোজ এক্সপি ইন্সটল করা ছিল সেটার ভলিউম লেবেল ছিল Windows Xp। সেভেন এর পর আমি আবার এক্সপি ইন্সটল দেই এবার পর পর দুই বার S চাপতে হয়। X( কারন নতুন লাইন যুক্ত হয়েছে.. [quote]The disk drive for /media/Windows_Se7en is not ready yet or not present[/quote] [quote]Continue t wait; or press S to skip mounting or M for manual recovery[/quote] উবুন্টু নতুন করে ইন্সটল না দিয়ে কিভাবে এর সমাধান করা যায়? -- ~SYeeF এসো ভাইরাস কে পরাজিত করি... পাইরেসীকে না বলি... এসো মুক্ত সফটওয়্যার ব্যবহার করি... http://forum.amaderprojukti.com/linux -- উবুন্টু বাংলাদেশ | http://ubuntu-bd.org লিনাক্স ফোরাম | http://forum.linux.org.bd