http://www.automaticable.com/2008-05-28/how-to-enable-surround-sound-on-ubuntu-hardy/- এটা ট্রাই করেছি। হয় নাই।
@সাজেদুর ভাই, আপনার স্ক্রিনশট এর মতো ডুপ্লেক্স পেলাম কিন্তু কোথাও 4.1 সিলেক্ট করার অপশন নাই। আমারটা আপনার স্ক্রীনশটের মতোই কনফিগার করা কিন্তু সাউন্ড আসে মাত্র ২ টা স্পিকার থেকে। অবস্থা দেখে তো মনে হচ্ছে মিন্টের 4.1 স্পিকার চালানোর ক্ষমতা নাই! আমাকে ভাগতে হবে! 2010/8/1 Sarim Khan <sarim2...@gmail.com> > this?? > > http://www.automaticable.com/2008-05-28/how-to-enable-surround-sound-on-ubuntu-hardy/ > > এইটা হয় নাই । নেটে সার্চ দিয়ে যত পাওয়া যায় তার কোনটাই কাজ করে না। > ওই বন্ধুর স্পিকারের জন্য আমি গুগলে অনেক ঘেটেছি। কোনটাই কাজ করেনি। > > একমাত্র এটা ছাড়া, > > টুলবারের স্পিকার আইকন থেকে Sount Preferences এ ক্লিক করে > যেই উইন্ডো আসে ওখান থেকে ঠিক করা যাবে। ওখানে নিচের দিকে একটা ড্রপডাউন > লিস্ট আছে। সেখান থেকে 4:1 কনফিগারেশন টা সিলেক্ট করে দিলেই কাজ হয়ে > যাবে।OUTPUT ট্যাবে গিয়ে নিচে Connector ড্রপডাউন লিস্টে দেখুন অনেকগুলা > ওপশন আছে । ওটা ঠিক করে দিলেই কাজ হয়ে যাবে। > > > একমাত্র এইটাই কাজ করেছে আমার ক্ষেত্রে। > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > ubuntu-bd@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd