ভাই আহমেদ রনি

হিটলারের দেশের সরকারও "জানালা"র পশ্চাৎদেশে কষে হাঁকিয়েছে একটা...সেই
২০০১সালে। "জানালা" ওদের সরকারি দপ্তরের তথ্যপাচার করায়, ওঁরা আর "জানালা"
ব্যবহার করবেন না বলে ঘোষনা দিয়েছিলো এবং তখন থেকেই ওরা বিকল্প হিসেবে লিনাক্স
ব্যবহারের চেষ্ট চরিত্র করছিলো। ২০০৪ সালে এসে উবুন্টু ওদের জন্য বিরাট
আশির্বাদরূপে দেখা দেয়। আপনার জন্যেও উবুন্টু আশির্বাদ হয়ে এসেছে জেনে ভালো
লাগলো।

উবুন্টু বাংলাদেশ পরিবারে আপনাকে স্বাগতম।

রিং
+8801671411437
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to