আমিও উবুন্টু তে সবসময় নেট স্পীড আর প২প স্পীড বেশি পেয়েছি .
windows এ নরমাল সার্ভার download স্পীড ২২০ ২৯০ এর দিকে থাকত যেখানে উবুন্টু
মাভেরিক এ direct download স্পীড ৩২০-৩৮০ এর কাছাকাছি. আর আমি ২ mbps  dsl use
করি কিন্তু আমার
netbook এ wifi হোম network বেবহার করি .
2010/7/31 shiplu <shiplu....@gmail.com>

> 2010/8/1 Goutam Roy <gtm...@gmail.com>:
> > আচ্ছা, আমি সবসময়ই উবুন্টুতে নেট স্পিড বেশি পাই, উইন্ডোজের চেয়ে। এর কারণ
> কী?
> >
>
> এর কারণ আপনি অনেকদিন ধরে উইন্ডোজের এই ইন্সটলেশনটা ইউজ করছেন। তাতে অনেক
> সফটওয়্যারও ইন্সটল করা হয়েছে মনে হয়।
> বিভিন্ন সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডে ইন্টারনেটে কানেক্ট হয়। এর মধ্যে কিছু
> হাবিজাবি সফটওয়্যারও আছে যা কিনা ব্যান্ডউইথ অপচয় করছে। লিনাক্সে এরকম
> সফটওয়্যার প্রায় সবই, মানে ইন্টারনেটের সাথে কানেক্ট হয়। কিন্তু সবগুলোই
> খুব ম্যানেজড। ব্যান্ডউইথ অপচয় করে না।
> আরেকটা ব্যাপার, বিভিন্ন ওয়েব পেজও ব্যান্ডউইথ কনজিউম করে। যেমন গুগল
> ডকস, গুগল মেইল, ফেসবুক, ইউটিউব। এরকম ওয়েব সাইট ব্রাউজারে খুলে রাখলে
> এরা ব্যান্ডউইথের একটা অংশ ব্যবহার করবেই। এসব ওয়েব অ্যাপ্লিকেশনরে এটাই
> বৈশিষ্ট্য। এমন হতে পারে উইন্ডোজে এগুলো আপনি বেশি ওপেন করে রেখেছেন।
>
> আমি লিনাক্স, উইন্ডোজে সমান স্পিড পাই। কোন ডিফারেন্স নাই। স্পিড একটু
> বেশি পাই সরাসরি রাউটারের সাথে কেবল লাগালে নয়ত না। :P
>
>
>
> Shiplu Mokadd.im
> My talks, http://talk.cmyweb.net
> Follow me, http://twitter.com/shiplu
> SUST Programmers, http://groups.google.com/group/p2psust
> Innovation distinguishes bet ... ... (ask Steve Jobs the rest)
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
  • Re: [Ubuntu-B... সাজেদুর রহিম জোয়ারদ ার
    • Re: [Ubu... Sarim Khan
    • Re: [Ubu... zia mohi
      • Re: ... সাজেদুর রহিম জোয়ারদ ার
        • ... raihan choudhury
          • ... saeed ahmed
          • ... Mehdi Hassan
            • ... Goutam Roy
              • ... সাজেদুর রহিম জোয়ারদ ার
              • ... shiplu
              • ... Abir Sadik
              • ... Goutam Roy
              • ... Abir Sadik
              • ... Goutam Roy
              • ... Sarim Khan
              • ... Goutam Roy
              • ... Nasimul Haque
              • ... Sarim Khan
              • ... shiplu
              • ... Nasimul Haque
      • Re: ... zia mohi

Reply via email to