প্রিয় বন্টু ভাইয়েরা,
আমি সম্প্রতি একটা প্রবলেম এ পড়েছি আমার 5th generation ipod nano নিয়ে.
windows এ itunes ইনস্টল করতে পারায় প্রবলেম হয় না. কিন্তু উবুন্টু তে কিংবা
অন্য কোনো linux distro তে আমি এটা manage করতে পারছি নাহ. আমি rythmbox,
songbird , gtkpod  ইত্যাদি use করে দেখেছি কিন্তু প্রবলেম হচ্ছে 4th
generation পর্যন্ত support করে. কিন্তু ঐ software গুলোর website এ 5th gen
support বলা থাকলেও আমি চেষ্টা করে বিফল হয়েছি.  আমাকে কেউ কি দয়া করে কোনো
solution দিতে পারেন ?

সবাই ভালো থাকবেন এই কামনায় -
- মো. হুমায়ূন  কবীর (দিপু)
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
  • [Ubuntu-BD] 5... Humayun Kabir

Reply via email to