অায়োজকদের সব কমঁকান্ড বেশ Fair মনে হচ্ছে। morning shows the day. অাশাকরি একটা successful অনুষ্ঠান উপভোগ করতে যাচ্ছি।
2010/7/22 সাজেদুর রহিম জোয়ারদার <tosha...@gmail.com> > ২১ জুলাই, ২০১০ সন্ধ্যা ০৬:২০ থেকে ৮:১০ পর্য্যন্ত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের > কলাভবনের সামনের বটতলায় অনুষ্ঠিত সেচ্ছাসেবক/আয়োজক মিটিংয়ে আমরা আয়োজকেরা > নিম্নোক্ত সিদ্ধান্তগুলোয় উপনীত হয়েছি। > > > বিষয় -- > সিদ্বান্ত > > ---------------------------------------------------------------------------------- > ----------------------------------------------- > ১। বাংলায় সাবটাইটেল অনুবাদ প্রকল্পের কাজ শেষ না হওয়া পর্যন্ত চলবে, -- কন্ঠ > ভোটে পক্ষে ৭ ভোট, বিপক্ষে ২ ভোট > তবে আড্ডায় দেখানো হচ্ছে না। > -- সিদ্ধান্তঃবাংলা সাবটাইটেল দেখানো হবেনা। > > ১(ক)[অডিও ক্যাবল কনভার্টার শাবাব নিয়ে আসবেন। রিং আনবেন অডিও ক্যাবল ও > সাবওফার সহ স্পীকার > সিস্টেম] > ১(খ) প্রজেক্টর সহ পর্দা সরবরাহ করবে "অংকুর আইসিটি ফাউন্ডেশন"। > > ২। আড্ডার সূচী আলোচনা আর সম্মিলিত ১১ জনের মতামতের ভিত্তিতেই চুড়ান্ত করা > হলো। > বিভিন্ন ফরমগুলোর ডিজাইনের দ্বায়িত্ব শাবাব মোস্তফাকে দেয়া গেল। > > ৩। টি-শার্টের মিন্ট লোগোর ক্ষেত্রে যে সামান্য সমস্যাটুকু ছিলো তা সরাসরি > সবার > অনাপত্তিক্রমেই চুড়ান্ত হলো। > > ৪। টি-শার্ট সংক্রান্ত যাবতীয় > দ্বায়িত্বাবলী -- শাহরিয়ার তারিক এবং > মেরাজুল হক অমি > > ৫। ডিভিডি সংক্রান্ত যাবতীয় > দ্বায়িত্বাবলী -- রায়হান চৌধুরী নিপুন > > ৬। অভ্যর্থনায় আর আসন ব্যবস্থাপনায় -- মোঃ শহীদুল হক গাজী, ওমর শরীফ, শফিউল > আজম > এবং আলমগীর হোসাইন রিংকু, শাবাব মোস্তফা, গাজী আসিফ সালাহউদ্দিন লেনিন, অনুপম > সিং, রাসেল জন এবং রিং। > > ৭। অাড্ডায় সঞ্চালকের ভূমিকায় -- শাবার মোস্তফা এবং অয়নখান (পক্ষে ৯ এবং > বিপক্ষে ২ ভোট) > -- অতিথি উপস্থাপক(রিং প্রস্তাবিত) > (পক্ষে ২ এবং বিপক্ষে ২ ভোট, মন্তব্য ছাড়া ৭) > -- লেনিন ভাই > (পক্ষে ১ এবং বিপক্ষে ৯ ভোট, মন্তব্য ছাড়া ১) > অতএব সিদ্ধান্ত এই যে, শাবার মোস্তফা এবং অয়নখান দুজনে আড্ডা সঞ্চালন করবেন। > > ৮। অনুষ্ঠানের ভিডিও অনলাইনে স্ট্রিমিং -- মূল দ্বায়িত্বেঃ গাজী আসিফ > সালাউদ্দিন লেনিন, সহকারীবৃন্দঃ গৌতম রয়, নির্ঝর, শফিউল আজম এবং ওমর শরীফ। > > ৮(ক) ভিডিও স্ট্রিমিং এর জন্য লজিটেক ওয়েব ক্যাম ১ফুট স্ট্যান্ড সহ ব্যবহার > করা হবে। মাইক বা সাউন্ড গ্রাবিং > ইকুইপমেন্টস লেনিন ভাইকে সংগ্রহের অনুরোধ করছি, কেননা ওয়েব ক্যামেরার অডিও > গ্রাবিং বা ল্যাপির গ্রাবিং > অতটা শক্তিশালী নয়। > > ৯। অতিরিক্ত পাওয়ার স্ট্রিপ এর ব্যাপারে সাহায্য সহযোগীতায় রিং। > > ১০। প্রয়োজনীয় টেবিল এবং বেঞ্চ ব্যবস্থাপনার ব্যাপারে রিং দ্বায়িত্ব নিয়েছেন। > > আয়োজক/স্বেচ্ছাসেবক মিটিং এ যাঁরা উপস্থিত ছিলেনঃ শাহরিয়ার তারিক, মেরাজুল হক > অমি, মোঃ শহীদুল হক গাজী, আলমগীর হোসাইন রিংকু, শাবাব মোস্তফা, গাজী আসিফ > সালাহউদ্দিন লেনিন, রাসেল জন, অয়নখান, অনুপম সিং, রায়হান চৌধুরী নিপুন এবং > রিং। > [কোন সিদ্ধান্ত বাদ পড়ে গেলে কিংবা ভুল প্রকাশিত হয়ে থাকলে অনুগ্রহ করে > জানাবেন। আমি সংশোধনী দেবো।] > > ধন্যবাদ সকলকে > > আয়োজকদের পক্ষে > > রিং > সমন্বয়ক > বুন্টু-মিন্টুর আড্ডা ২০১০ > মুঠোফোনঃ +8801671411437 > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > ubuntu-bd@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- Z.M. Mehdi Hassan Digital Watch Limited -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd