আহা, কি মুস্কিল! আগেই প্রশ্নকারী একজন 'পুং-ত্যাদড়' ধরে নিচ্ছি কেন? তিনিও তো আরেকজন আপুও হতে পারেন, যিনি একা আসতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। --- Shabab Mustafa Chief Administrative Officer Admin Office CapsLock Corporates
2010/7/14 সাজেদুর রহিম জোয়ারদার <tosha...@gmail.com> > ভাই শাহরিয়ার > > এতো ক্ষেপলে কেনো? আমরা "বুন্টু আর মিন্টুর আড্ডায়" আড্ডাবাজ দের আড্ডা পেটাতে > ডেকেছি। প্রেম করতে কিংবা পাত্রী পছন্দের সম্মেলনে নয়। অতএব অত্যুৎসাহী ঐ > রোমান্টিক ত্যাঁদড়গুলো না আসলেই আড্ডাটা সফল হবে বলে মনে করি। > > আশা করি আশাবাদীর পোষ্ট আর আমার এই পোষ্টে বিশিষ্ট নারীবাদিরা যথেষ্ট জবাব > পেয়েছেন। এরপর ও যদি আরো কিছু সম্মান আপনাদের লেজের ডগায় থেকে থাকে তবে সেটা > ছেঁটে ফেলতে চলে আসুন আড্ডাতে। আর কেউ না হোক আমি আছি, মানুষ বানিয়ে তবেই > ছাড়বো। > > > রিং > +8801671411437 > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > ubuntu-bd@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd