ব্যাকআপ কমান্ড দিয়ে তৈরি কাস্টমাইজড লাইভ ডিভিডি শুধু আমার পিসিতেই লাইভ সেশন হচ্ছে। এক বন্ধুর পিসিতে ওটা দিয়ে বুট করলাম। বুট মেন্যু আসল। সেখানে লাইভ অপশন, ইনস্টল অপশন সহ আরও কিছু অপশন আসল, আমি লাইভ সিলেক্ট করলাম। কিন্তু এরর মেসেজ আসে-(ভুল ইউজার নেম ও পাসওয়ার্ড) এর। তবেকি BACKUP কমান্ড দিয়ে তৈরি ডিভিডি অন্যের কোন কাজেই আসবে না? -------------------------------------------------------------- Ovi Mail: Making email access easy http://mail.ovi.com
-- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd