ধন্যবাদ
2010/6/15 Ovro Niil <ovron...@gmail.com>: > কাজ করার কথা ! যতজনকে এটা দিয়েছি কেউ এখনো পর্যন্ত বিফল হয়নি। জামালের এই > টিউটোরিয়ালটা আসলেই অসাধারণ!! এজন্য জামাল বিশাল ধন্যবাদের যোগ্য। > > যাই হোক, আপনি কি লিনাক্স মিন্টে বা লিনাক্সে একদমই নতুন? তাহলে আপনি > http://forum.amaderprojukti.com/ubuntuindex লিংকটা দেখতে পারেন, যদিও > বেশিরভাগ টিউটোরিয়ালগুলো উবুন্টুর জন্য লেখা তারপরও মিন্ট ও উবুন্টু আদতে একই > হওয়াতে মিন্টেও কাজ করবে। সেই সাথে > http://forum.amaderprojukti.com/linuxলিংকটাও দেখতে পারেন, বেশিরভঅগ লোক > এখানেই তাদের সমস্যাগুলো তুলে ধরে। (আমি > ব্যক্তিগতভাবে ফোরামে সমস্যাগুলো আলোচনা করতে পছন্দ করি, সমস্যার ট্র্যাক রাখার > সুবিধা, যেকোন সমস্যার স্ক্রিনশটও দেয়া যায়, সেই সাথে অন্য সবাইও একই সমস্যায় > পড়লে সেটা সেখান থেকে দেখে সমাধান করতে পারে।) > > যাই হোক মিন্টে আপনার আগমন সুন্দর হোক! > > ১৪ জুন, ২০১০ ৯:০০ pm এ তে, SHUVO BD <shuvob...@gmail.com> লিখেছে: > >> আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। শেষ পযর্ন্ত নেট কানেকশন পেয়েছি। এখন >> লিনাক্স মিন্ট থেকে লিখছি। অভ্রনীল ভাই এর দেওয়া লিংকের টিউটোরিয়াল >> অনুযায়ী কাজ হয়েছে। আপনার সবাইকে আবারও ধন্যবাদ। >> > > -- > অভ্রনীল ::: Ovroniil > http://ovroniil.wordpress.com/ > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > ubuntu-bd@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd