ভাই আমার পিসির ক্ষমতা নাই মিন্ট৮ অথবা ৯ চালানোর। ধন্যবাদ। রাত্রে বাসায় যেয়ে ট্রাই করবো।
2010/6/11 সাজেদুর রহিম জোয়ারদার <tosha...@gmail.com> > SHUVO BD > > http://techsk.blogspot.com/2009/09/installing-usb-modem-zte-ac2726-in.html > এতেই > কাজ হবে। কারন জন্টি জ্যাকালোপ বা উবুন্টু ৯.০৪ আর মিন্ট ৭ এর কার্নেল > একই। যেহেতু এখানে ডিটেক্ট করেছে তাই আপনার কাজও উদ্ধার হবে। > > তবে আমি উপদেশ দেবো আপনি লিনাক্স মিন্টের নতুন এডিশন ৯ বা ইসাডোরা ব্যবহার > করুন। তাতে নেটওয়ার্ক > ম্যানেজারে আপনার ডিভাইস ড্রাইভার অটো লোড হয়ে অটো কানেক্ট হবে। > > রিং > +৮৮০১৬৭১৪১১৪৩৭ > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > ubuntu-bd@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd