@সবাই খুবই ভয়ে ভয়ে আছি। সবাই খুব গরম হয়ে আছেন কেনো? ভাইয়েরা আমি নিজে একজন
খুব ছোট্ট একটা প্রতিষ্ঠানে খুব অল্প সময়ের জন্য শিক্ষক ছিলাম। Faculty Member,
NIIT Dhanmondi and NIIT Choumuhani Center। মজার ব্যাপার হলো আমার ছাত্র
ছাত্রীদের মধ্যে অধিকাংশই চল্লিশোর্ধ এবং কর্পোরেট ব্যক্তিত্বরা ছিলেন। সেই
দৃষ্টিকোন থেকে আমি সুশান্ত কর দাদার দূর্বলতা আর অপারগতার স্থানগুলো খুবই ভালো
বুঝি।

তবে অ্যারে রিভার দাদার উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনি লেলিন কে আক্রমন করে ঠিক
করেন নি। আমি নিজে ফোরাম কিংবা মেইলিং লিস্টের কাউকে ব্যক্তিগত আক্রমন করে কিছু
বলতে খুবই লজ্জিত বোধ করি। কেননা এধরনের কাজে অবদানকারীরা সেচ্ছায় এগিয়ে আসেন।
তাঁরা সাধুবাদ না পান, অন্তত ধিক্কার পেতে চান না। একটা কথা সবসময় মনে রাখা
জরুরী ফোরাম কিংবা মেইলিং লিস্টের সবার মেজাজ কিংবা ধৈর্য্য সমান নয়। কেউ
অল্পতেই বিরক্ত হন আবার কেউ হন না। তাতে নিজের জ্ঞানকে সমস্যার সমাধানে
কার্য্যকরী না করে সমালোচনা কিংবা ধিক্কারে অপচয় করবেন না। আপনার বাংলাদেশি
কিংবা ভারতীয় জাতি বিদ্বেষমূলক মন্তব্যে আমি খুব কষ্ট পেয়েছি। কারন উভয়
বাংলাতেই আমার বিচরন। আর আমার জানামতে উবুন্টুর বাংলা নিয়ে কাজ কর্মে
বাংলদেশীদের অবদান সমন্ধে আপনার কোন সাম্যক ধারনা নেই। অনুগ্রহ করে ভবিষ্যতে
নিজের মন্তব্যগুলো মার্জিত ভাষায়, শালীনতা বজায় রেখে করলে আপনার দেশ আর দেশের
জনগনকে ভালোভাবে উপস্থাপন করতে পারবেন।

সুশান্ত দা আপনাকে সাহা্য্য করতে পারলে আমি খুব খুশিই হবো। তবে আপনি যে কোন
একজনের সমাধান প্রক্রিয়ায় মনোনিবেশ করলে ভালো হয়। তাহলে পরবর্তীতে অন্যান্য
পরামর্শকগনও আপনাকে ধারাবাহিকভাবে সাহায্য করতে পারবেন। আর আজকে আপনারদের সময়
রাত সাড়ে ন'টায় আমি নেটে থাকবো। ঐ সময় আপনি নেটে থাকলে উইন্ডোজ ব্যবহার করে
স্কাইপি বা গুগল টক অ্যাপ্লিকেশনের মাধ্যমে toshazed আইডি তে আমাকে কানেক্ট
করুন। আমি আপনার সাথে সরাসরি কথা বলে সমস্যাগুলোর চটজলদি সমাধান করতে চাই।

সবাইকে ধন্যবাদ।

রিং
+৮৮০১৬৭১৪১১৪৩৭
+৯১৯৮৭৪০৭৯৮৮১
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to