@Abir Sadik, আসলে যেহেতু অনেকে মিলে কাজ করা হচ্ছে তাই ণিজের ইচ্ছেমত যেখান-সেখান থেকে কাজ শুরু না করে দয়া করে আমাদের প্রযুক্তি-র<http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=42&t=5029&start=150#p45792>থ্রেডটাতে আপনার আগ্রহের কথা জানালে প্রজেক্ট মডারেটর কোথা থেকে কাজ করলে সুবিধা হবে তা জানিয়ে দেবেন। তাতে করে একই কাজ একাধিক ব্যক্তি বার বার করে করার সমস্যা এড়ানো সম্ভব হবে।
আর ল্যাটেক্স থেকে কি কি, কিভাবে অনুবাদ করতে হবে তার একটা ইংরেজি গাইডের লিংক ওই থ্রেডেই পাবেন। --- Shabab Mustafa 2010/4/5 Nasir Khan Saikat <nasir8...@gmail.com> > সোর্সকোড পাওয়া যাবে এখানে https://translations.launchpad.net/ubuntu-manual। > তবে এখানে কাজ করতে হলে প্রথমে > launchpad.net থেকে একটা অ্যাকাউন্ট তৈরী করতে হবে। > https://help.launchpad.net/YourAccount/NewAccount সাইটে লেখা আছে কিভাবে > অ্যাকাউন্ট তৈরী করতে হয়। > > অ্যাকাউন্ট তৈরী করা বা অনুবাদ করার সময় কোন সমস্যা হলে জানাবেন। > > 2010/4/5 Abir Sadik <abir.sa...@gmail.com> > > মূল উবুন্টু মানুয়াল কোথায় পাব বলেন আর কোন অংশ অনুবাদ করা হয়নি সেটা আমাকে >> assign করে দিন. যদি কোনো special instructions থাকে অনুবাদের জন্য তাহলে >> সেটাও >> উল্লেখ করবেন দয়া করে. আমার সাথে যোগাযোগ করুন abir.sa...@gmail.com আমি >> USA >> থেকে . >> 2010/4/4 Ovro Niil <ovron...@gmail.com> >> >> > প্রিয় অনুবাদকবৃন্দ, >> > >> > ছোট্ট একটা আবদার নিয়ে এই মেইলটা করছি। >> > >> > মাত্র একমাসেরও কম সময় আমাদের হাতে আছে উবুন্টুর পুরো ম্যানুয়ালটি >> বাংলায় >> > অনুবাদ সম্পাদন করার জন্য। আমাদের লক্ষ্য হলো ল্যুসিডের রিলিজের সাথেই >> বাংলা >> > অনুদিত একটা সহায়িকা ব্যবহারকারীদের হাতে তুলে দেয়া। এতে করে সুবিধা হবে >> > রিলিজ >> > পার্টিগুলোর ক্ষেত্রে, পার্টিতে আগত অভ্যাগতদের মাঝে তাহলে বাংলায় >> উবুন্টুর >> > একটা ম্যানুয়াল বিতরণ করা যাবে। সেই লক্ষ্যে কাজ করতে হলে আমাদের আরো >> লোকবল >> > প্রয়োজন। >> > >> > আপনারা যারা এর সাথে জড়িত বা জড়িত না তাদেরকে অনুরোধ করছি অনুবাদ >> প্রকল্পে >> > যোগ >> > দিয়ে প্রকল্পটিকে আরো বেগবান করতে। অনুবাদ প্রকল্পটি সাবলীলভাবে পরিচালনার >> > জন্য >> > আমাদের প্রযুক্তিতে একটা >> > থ্রেড< >> > >> http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=42&t=5029&start=150#p45792 >> > >খোলা >> > হয়েছে। আগ্রহীদের অনুরোধ করা যাচ্ছে ঐ থ্রেডে গিয়ে রিপোর্ট করার জন্য। >> > >> > আমরা আশা করছি, সবার সহযোগীতায় খুব দ্রুত একাজ আমরা সমাধা করে ফেলব >> > ইনশাআল্লাহ। >> > >> > সবার সহযোগীতা কামনা করছি... >> > >> > >> > >> > >> > >> > -- >> > অভ্রনীল ::: Ovroniil >> > http://ovroniil.wordpress.com/ >> > -- >> > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org >> > ubuntu-bd@lists.ubuntu.com >> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd >> -- >> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org >> ubuntu-bd@lists.ubuntu.com >> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd >> > > > > -- > Nasir Khan Saikat > [নাসির খান সৈকত] > > google.com/profiles/nasir8891 > nasir8891.wordpress.com > > > > _______________________________________________ > Mailing list: > https://launchpad.net/~ubuntu-l10n-bn<https://launchpad.net/%7Eubuntu-l10n-bn> > Post to : ubuntu-l10n...@lists.launchpad.net > Unsubscribe : > https://launchpad.net/~ubuntu-l10n-bn<https://launchpad.net/%7Eubuntu-l10n-bn> > More help : https://help.launchpad.net/ListHelp > > -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd