উবুন্টেরো বন্ধুগণ,

খবরটি বিলম্বে জানাবার জন্য দুঃখিত। আমরা সবাই মোটামুটি অবগত রয়েছি যে LXDE
নামক একটি অত্যন্ত হালকা ডেক্সটপ এনভায়রনমেন্ট রয়েছে। এই হালকা DE টি যুক্ত হতে
যাচ্ছে উবুন্টু পরিবারের সাথে। আগামী এপ্রিলে এই এনভায়রনমেন্টের সাথে উবুন্টু
যোগ হয়ে একটি নতুন ডিস্ট্রো রিলিজ হতে যাচ্ছে যার নাম Lubuntu.

সুখবর হচ্ছে, এই LXDE এনভায়রনমেন্টটি বাংলায় অনুবাদের কাজ সম্প্রতি শেষ হয়েছে।
এটি অনুবাদ করছে অংকুর ফাউন্ডেশন। অংকুর ফাউন্ডেশনকে এজন্য প্রাণঢালা অভিনন্দন।
আশা করা যাচ্ছে Lubuntu এর প্রথম রিলিজ থেকেই DE এর ভাষা হিসেবে বাংলা থাকছে।

LXDE এর কেন্দ্রীয় অনুবাদ কার্যক্রমে ১০০% অনুবাদ শেষ হওয়া ৯টি ভাষার মধ্যে
বাংলাও রয়েছে:
http://pootle.lxde.bsnet.se/

LXDE এর বাংলা অনুবাদ:
http://pootle.lxde.bsnet.se/bn/lxde/

ধন্যবাদ।
---
Shabab Mustafa
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to