Hmm On 11/30/09, Lenin <doctortomor...@gmail.com> wrote: > 2009/11/30 সাজেদুর রহিম জোয়ারদার <tosha...@gmail.com> > > খালি প্রশংসাবানী শুনতে চাইনা। সক্রিয় অবদান রাখুন। মার্কেটিং নয় মাসকমিউনিকেশন > করতে চাচ্ছি। অার অনুষ্ঠানটাতে কতটা পর্ব থাকবে, কয়টা বিভাগ থাকবে তা উপলক্ষ > করে উবুন্টু বাংলাদেশের সকলকে পরবর্তী সাক্ষাতের দিন সরাসরি অালোচনার অাহবান > জানাচ্ছি। > > রাসেল জন, প্রেসিডেন্সি তে কবে মিটিং করতে চাচ্ছ? উপস্থিতি যেন বেশী হয় খেয়াল > রেখো। অার কার্য্যসূচীতে অামার টিভি প্রোগামের টপিকটা রেখো। > > গাছে কাঠাল গোঁফে তেল? > ১. কোনো চ্যানেলের সাথে কথা বলতে হবে > ২. প্রডিউসার ম্যানেজ করতে হবে > ৩. প্রাথমিক স্পন্সর যোগাড় করতে হবে <<< সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি > > এই ধাপগুলো ছাড়াই কয় পর্ব? মাসকমিউনিকেশনের পয়সা দেবে কে? টিভি প্রোগ্রামের > আইডিয়া কিন্তু আগেও অনেকে উত্থাপন করেছে। সুতরাং টপিক নিয়ে কথা বলার চাইতে > কার্যকরি পদক্ষেপ নেয়ার পক্ষপাতী আমি। > > ধন্যবাদ > > লেনিন > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > ubuntu-bd@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
-- Sent from my mobile device Mohammad Shahadat -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd