Its here finally.

এসে গেল উবুন্টু ৯.১০(কারমিক কোয়ালা)

পোস্টলিখেছেন আলোকিত বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০০৯ ৮:৪৪ অপরাহ্ন
কিছুক্ষণ আগে(বাংলাদেশ সময় রাত ৯ টা ৩০ মিনিটে) রিলিজ হল উবুন্টুর নতুন সংস্করণ 
৯.১০(কোডনেম কারমিক কোয়ালা)। উবুন্টুর পূর্ববর্তী সংস্করণ(জন্টি জ্যাকালপ) এর 
তুলনায় এতে বেশ কিছু পরিবর্তন, পরিমার্জন এবং নতুন সংযোজন আনা হয়েছে।

উবুন্টু ৯.১০ কারমিক কোয়ালায় উল্লেখযোগ্য পরিবর্তন এবং সংযোজনসমূহ হচ্ছে:
১। উবুন্টুর ডিফল্ট আইএম(Instant Messaging) ক্লায়েন্ট হিসাবে পিজিনের পরিবর্তে 
এমপ্যাথি আনা হয়েছে।
২। গ্রাব(Grand Unified Bootloader)-এর পূর্ববর্তী সংস্করণ প্রতিস্থাপন করে নতুন 
Grub 2.0 ব্যবহৃত হয়েছে।
৩। উবুন্টুর ডিফল্ট থিম হিউম্যানিটি-র চেহারা এবং রঙ-এ কিছুটা পরিবর্তন আনা 
হয়েছে।
৪। বুটস্প্ল্যাশ এবং GDM(নোম ডেস্কটপ ম্যানেজার) থিম পরিবর্তন এবং পরিমার্জন করা 
হয়েছে।

এ মূল পরিবর্তনসমূহ ছাড়াও কারমিক কোয়ালায় বিভিন্ন সফটওয়্যারের নতুন সংস্করণ 
এবং প্রচুর নতুন ফিচার সংযুক্ত হয়েছে।

উবুন্টু ৯.১০ কারমিক কোয়ালা ডাউনলোডের জন্য এই সাইটটি ভিজিট করুন...
http://noncdn.releases.ubuntu.com//9.10/।
বিস্তারিত রিলিজ নোট পাবেন এখানে:
http://www.ubuntu.com/getubuntu/releasenotes/910overview।

source of announcement: 
http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=42&t=4576
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to