সরি, এই ধরণের কোন গেম ইনস্টল করা নেই।
আমার পিসির প্রোসেসর: intel duel core 2.60 Ghz, মাদারবোর্ড intel
DG41RQ। এটার বিল্টইন গ্রাফিক্স কার্ড ব্যবহার করছি।
এছাড়াও সিনাপ্টিকে বা টার্মিনালে E: ttf-mscorefonts-installer:
subprocess po st-installation script returned error exit status 1 এই
মেসেজটা বারবার দেখাচ্ছে। কারণ কি? (অবশ্য এটা আর একটি প্রশ্ন হতে পারতো)

On 21/10/2009, shiplu <shiplu....@gmail.com> wrote:
> এই ধরণের সমস্যা গ্রাফিক্স কার্ডের কারণে হয়।
> সম্ভবত আপনার উবুন্তুতে গ্রাফিক্স কার্ডের ড্রাইভার ইন্সটল করা নেই।
> কিন্তু উইন্ডোজে ঠিকই ইন্সটল করা আছে।
> ক্রোমিয়াম, ফুবিলিয়ার্ড টাইপের 3D গেম কি উবুন্তুতে খেলতে পারেন??
>
> --
> A K M Mokaddim
> http://talk.cmyweb.net
> http://twitter.com/shiplu
> Stop Top Posting !!
> বাংলিশ লেখার চাইতে বাংলা লেখা অনেক ভাল
> Sent from Dhaka, Bangladesh
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to