জ্ঞান উৎসবের ওয়েবসাইটে স্বাগত

"জ্ঞান বিজ্ঞানে বাগেরহাট
এক্কেবারে ফিটফাট
উন্নয়নের ধরবে হাল
হবেই হবে ডিজিটাল।"

তৃণমূল পর্যায়ে ডিজিটাল প্রযুক্তিকে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক
সমাজ তৈরির জন্য নানামূখী উদ্যোগের অংশ হিসেবে 'জ্ঞান উৎসব২০০৯: বাগেরহাট হবে
ডিজিটাল' উৎসবের ওয়েবসাইটে স্বাগত।  এই আয়োজনের উদ্যোগ নিয়েছে আমাদের গ্রাম -
উন্নয়নের জন্য তথ্য প্রযুক্তি প্রকল্প। বাগেরহাট জেলা প্রশাসনের সার্বিক
সহযোগিতায় দুইদিনব্যাপী আয়োজনের সহ-আয়োজক  বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।

অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি এখানে ইন্টারনেটের মুক্ত জ্ঞানভান্ডার
উইকিপিডিয়াতে বাগেরহাট সংক্রান্ত তথ্সমূহ হালনাগাদ করার কর্মশালা হবে, হবে
মুক্ত ফটো প্রতিযোগিতা।

আপনাদের সবাইকে স্বাগতম।

http://www.digitalbagerhat.org/
|=============|
Regards,
Abu Mohammad Omar Shehab Uddin Ayub
(আবু মোহাম্মদ ওমর শেহাবউদ্দীন আইয়ুব)
Senior Software Engineer, Nilavo Technologies, Banani, Dhaka
Bangladesh Open Source Network, Dhaka
2000 batch, Dept. of CSE, SUST
Sent from Dhaka, Bangladesh
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to