ধন্যবাদ @ Lanin আমি ব্রডব্যান্ড সংযোগ ব্যবহার করছি। সংযোগ পাচ্ছি তবে তা আগে উইন্ডোজে কানেক্ট করার পর। ম্যাক অ্যাড্রেস বদল করতে হলে কি করবো?
2009/9/3 Lenin <le...@phpxperts.net> > 2009/9/3 Kaniz Sayma Nipa <ksnip...@gmail.com> > > > আমি আমার কম্পিউটারে উবুন্টু এবং উইন্ডোজ দুটো অপারেটিং সিস্টেম ব্যবহার > করছি। > > আমি আগে একটি আইএসপি থেকে ইন্টারনেট ব্যবহার করতাম এবং সমস্যার কারনে > সম্প্রতি > > আমি অন্য একটি আইএসপি'র লাইন ব্যবহার করছি। বর্তমানে কম্পিউটার চালু করার > সময় > > উবুন্টু সিলেক্ট করলে আমি ইন্টারনেট সংযোগ পাই না। সংযোগ পেতে হলে আগে আমাকে > > উইন্ডোজে গিয়ে কানেক্ট দিয়ে সংযোগ চালু করতে হয়। এরপর উবুন্টু চালালে আমি > > সংযোগ > > পাই। এটা কেন হচ্ছে বুঝতে পারছি না। আগের আইএসপি'র সংযোগে এ সমস্যাটি ছিলো > না। > > এখন আমার উবুন্টু চালানোর আগে উইন্ডোজ চালাতে হচ্ছে। এরপর উবুন্টুতে যেতে > হয়। > > > পুরো বর্ণনাটিতে আপনি বলেননি কোন ধরণের সংযোগ ব্যবহার করছেন। > এর আগের মেইলেও বারবার বলেছেন উবুন্তুতে ইন্টারনেট পাচ্ছেন না। আদৌ নেট > পাচ্ছেন > না নাকি উইন্ডোজ থেকে একবার কানেক্ট না করলে পাচ্ছেন না। > > আপনার খুব সম্ভব ম্যাক এড্রেস বদলে দেয়া লাগছে। যা উবুন্তু থেকেই করা যায়। আমি > বাইরে যাচ্ছি, তাই বিস্তারিত লিখতে পারছি না। কেউ না কেউ আপনাকে কিছুক্ষণের > মধ্যেই সমাধান দেবে। > > ধন্যবাদ। > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > ubuntu-bd@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd -- Kaniz Sayma Nipa Banani, Dhaka +88 01726706116 -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd