দীর্ঘদিন ম্যাক ওএস এক্স এবং ম্যাক ওএস এক্স সার্ভার নিয়ে ঘসামাজা করে, শখ মিটিয়ে ফেরত আসলাম উবুন্টু তে। ম্যাক ওএসে কোন ঝামেলাই নাই, আর আমার ঝামেলা ছাড়া কম্পিউটার চালানোতে মজা লাগেনা। শুধুমাত্র ঝামেলা বাড়ানোর জন্য পিসি, ল্যাপটপ আর উইন্ডোজ মোবাইল ব্যবহার করা শুরু করলাম, আশ্চর্য হলেও সত্য, উইন্ডোজেও কোন সমস্যা নাই। এরপর আর নয়, চলে আসলাম উবুন্টুতে।
৮.০৪ পর ৯.০৪ প্রথম ব্যবহার করছি। ৮.০৪-ও বেশি ব্যবহার করি নাই, তারপরেও ৯.০৪-ও নেটওয়ার্ক ছাড়া তেমন কোন পরিবর্তন পেলাম না। তবে আমার নতুন ইন্টারনেট কানেকশন (Zip FON) PPPoE এর সেটআপ যে ঝামেলা ছাড়াই করা গেল তাতেই আমি খুশি। এখন ২ টা ঝামেলা, ১. Bangladesh DST Time (Timezone) কিভাবে ঠিক করে? ২. Hardware Drivers দিয়ে আমার nVidia 8400GS পাচ্ছে না। আর কার কাছ খেকে ৯.০৪ ডিভিডি-টা পেতে পারি? জানাবেন সম্ভব হলে। অফটপিক কি খবর রাসেল ভাই আর শাহরিয়ারের? Long time no see. -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd