@Aero Rover, আপনার অভিমান অযৌক্তিক নয়। তবে এখানে একটু বলে রাখি তানজীর ভাইয়ের লেখায় কিন্তু কোথাও লেখা নাই 'জিজ্ঞেস করবেন না'। লেখার শিরোনামই হচ্ছে 'কিভাবে জিজ্ঞেস করবেন।' গুগলের কীওয়ার্ড কি হবে বুঝতে না পারলে সরাসরি জিজ্ঞেসই করে বসুন 'কীওয়ার্ড কি হবে একটু বলে দিন'।
এখানে গুলশন বনানীর উদাহরণ দিলেন। ঠিক আছে। মানলাম। আপনার অবস্থান থেকে আপনি অবশ্যই সঠিক। আপনি অসহায় অবস্থায় পড়েছেন, কিন্তু 'কেউ' আপনাকে সাহায্য করছে না। এবং যথারীতি আপনার মন এবং মেজাজ দুটোই খারাপ হচ্ছে। একই সমস্যা কিন্তু উল্টো পিঠেও সত্য। সমাধান জানতে চাইবার সময় যদি পর্যাপ্ত তথ্য না দিয়ে যদি কেউ সমাধান জানতে চায় তাহলে সমাধান দানকারীও 'মন - মেজাজ' খারাপ হতে পারে, তাই না? এখন আবার বলে বসবেন না যে আপনি বেশি জানলে আপনার মন - মেজাজ খারাপ করার অধিকার নাই, আর কম জানলে মেজাজ খারাপ করার অধিকার আছে। সময়ের দাম যেমন আপনার আছে, তেমনি তো অন্য লোকেরও আছে, তাই না? আপনি যে সময়ে একটা সমাধান নিয়ে ভাবেন, সমাধান দানকারীর হয়ত সেসময়ে আরো পাঁচজনের পাঁচটা সমস্যা নিয়ে ভাবতে হচ্ছে। তাদের একটু সাহায্য না করলে কি করে হবে ভাই? পরিশেষে, সমাধান দানকারীরা আছে বলে তো সমস্যার কথাটা বলবার মত একটা জায়গা আছে। না থাকলে কি হত? অভিমান করার মত জায়গাও তো থাকত না, তাই না? -- Shabab Mustafa Chief Administrative Officer Admin Office CapsLock Corporates -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd