কোনো সমস্যা নিয়ে কিভাবে প্রশ্ন করবেন? লিখেছেন: তানজীর
"অামরা অনেক সময়েই ব্লগ, ফোরাম, মেইলিং লিস্ট-এ বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন করি। সাধারণত ঐ বিষয়ের বিশেষজ্ঞরা এসব প্রশ্নের জবাব দেন। কখনও দেখা যায় অনেক জবাব, কখনও কেউ কোন উত্তর পাওয়া যায়না। অনেক সময়ে অাবার উত্তর দিলেও ঠিক অাপনি যা খুঁজছিলেন, তার উত্তর না। কখনও কখনও মানুষ অনেক বিরক্ত হয়। অামরা একটু নিচের ছোট নিয়মগুলো মেনে চললেই কিন্তু এরকম সমস্যায় পড়তে হয়না। প্রশ্ন করার অাগে: শুরুতে নিজেকে প্রশ্ন করুন, কি জানতে চান? এর জবাব যদিও অনেক সহজ, তারপরেও অনেকের প্রশ্ন দেখলে মনে হয়, তিনি ঠিক নিজেও জানেননা কি জানতে চাচ্ছেন। যদি জানেন, তাহলে অাগে নিশ্চিত করুন নিচের বিষয়গুলো: ১। যেখানে প্রশ্ন করবেন সেখানে খুঁজে দেখুন কেউ অাগে এই বিষয়ে জানতে চেয়েছেন কিনা এবং তাকে কি বলা হয়েছিল। একই জায়গায় একই প্রশ্ন বারবার করা হলে নিশ্চিত থাকুন, কেউ অাপনার প্রশ্নের জবাব দিতে অাগ্রহী হবেনা। ২। ওয়েব-এ খুঁজে দেখুন (গুগল, ব্লিং)। যদি এমন কোনো সমস্যা হয়, যার সমাধান ইতিমধ্যে অনেকে দিয়েছেন, তাহলে কেউ জবাব দিলেও তা হবে গুগলের কোনও লিংক। ৩। কোনো সফটওয়ার, বা মেশিন নিয়ে প্রশ্ন হলে, ম্যানুয়াল পড়ে দেখুন। ইংরেজীতে সংক্ষেপে যাকে বলা হয় RTFM। ৪। সফটওয়ারের ক্ষেত্রে FAQ পড়ে দেখুন। ৫। পরীক্ষা নিরীক্ষা করে জবাবটা নিজেই জানার চেষ্টা করুন। ৬। জানতে পারে এরকম কোনো বন্ধুকে জিজ্ঞেস করুন।" পুরোটা পড়ুন: http://www.somewhereinblog.net/blog/itanjir/29000935 -- No Microsoft products were used in the preparation or transmission of this message. Russell John | Bangladesh Linux Users Alliance 1024D/91F003D2 | (+88) 0161-Russell | http://russelljohn.info -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd