আপগ্রেডের নোটিফিকেশন দেখালে, আপগ্রেড করুন। এমনিতেই কার্ণেল আপগ্রেড হয়ে যাবে। অন্যান্য প্যাকেজ যেভাবে আপগ্রেড করেন, এটাও সেভাবেই করবেন। কনসোলে,
sudo apt-get upgrade দিলে সব প্যাকেজ আপগ্রেড হয়ে যাবে। কার্ণেলের আপগ্রেড থাকলে কার্ণেলও আপগ্রেড হবে। আর আপনার তো কার্ণেলের আপগ্রেড আছে অলরেডী। -- A K M Mokaddim http://talk.cmyweb.net http://twitter.com/shiplu Stop Top Posting !! বাংলিশ লেখার চাইতে বাংলা লেখা অনেক ভাল Sent from Dhaka, Bangladesh -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd