2009/7/24 Lenin <le...@phpxperts.net> > লক্ষ্যণীয় ব্যাপার শাবাব এবং শাহরিয়ার আপনারা দু'জনেই ইদানীং খুব অল্পতেই রেগে > যাচ্ছেন। এটা একেবারেই কাম্য নয়। আপনি সাহায্য করবেন উদার মন নিয়ে। স্মিত > হাসিতে বিরক্তি মিলিয়ে দিলে কোনো ক্ষতি নেই। মানুষকে উপকার করবেন ভেবে আম-জনতার > উপর বিরক্ত থাকা উদারতার লক্ষণ নয়। আর উদার মানসিকতা না থাকলে উপকারী চিন্তা > মাথায় রাখা কী উচিৎ? মনে করুন টুইটারে এখন আপনার বিরক্তি এমন একজনের প্রতি > প্রকাশ করলেন যে আপনাকে ফলো করছে না। কিন্তু ভবিষ্যতে সে আপনার ভক্ত হয়ে যেতে > পারে। যেটুকু সংকীর্ণতা আছে দয়া করে ঝেঁড়ে ফেলুন। কারণ এটুকু বাদ দিলে আপনাদের > অবদান লিনাক্স কমিউনিটি কখনো ছোট করে দেখতে পারবেনা। >
thanks for your advice :) btw shabab bhai was not angry or annoyed it was me altogether.... I think I should take some time off..... :) see you guys later...... -- Thanking you Shahriar Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd http://forum.linux.org.bd Marketing & Contents Officer, Ubuntu Bangladesh http://www.ubuntu.linux.org.bd Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and মুক্ত.অর্গ http://mukto.org -- Ubuntu Bangladesh | http://ubuntu.linux.org.bd ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd