On Saturday 27 June 2009 04:48:14 dark lord wrote: > যদিও ব্যাকআপ রাখা সবচেয়ে উত্তম পন্থা তবে > আমি জানতে চাচ্ছিলামকিভাবে একটি হার্ডডিস্ক ড্রাইভ কে অসাবধানতা বশত ফরমেট হতে > রক্ষা করা যায়? এমন কোন ব্যাবস্থা আছে কি? মানে এমন প্রটেকশন যাতে হার্ডডিস্ক > ফরমেটিং টুল দিয়ে ওই ড্রাইভটি কোনভাবে ফরমেট ডিলিট বা এজাতীয় কোন পরিবর্তন করা > যাবেনা। পদ্ধতি জানা নেই। জানলে জানিও
>> আর প্রায় সময় শুনি ওয়েবসার্ভারে ওয়েবসাইটগুলো ব্যাকআপ রাখা হয় এটাকি > ম্যানুয়ালি করা হয় নাকি অটোমেটেড কোন সিস্টেম আছে? আমি যদি লিনাক্সে কোন একটি > ড্রাইভ বা কোন একটি ফোল্ডারের ফাইল অটোমেটেড ব্যাকআপ রাখতে চাই মানে শিডিউল > কৃত সময় অন্তর ব্যাকআপ হবে এবং উক্ত ড্রাইভ বা ফোল্ডারে নতুন কোন ফাইল রাখা > হলে পরবর্তীতে সেটিও ব্যাকআপ ড্রাইভে কপি হয়ে যাবে.... এটা দেখো http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=42&t=2574 -- Ubuntu Bangladesh | http://ubuntu.linux.org.bd ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd