> > i use MOBIDATA -E870 and used on hardy & intrepid both. you can try it > too. > > মোবিডাটার ওয়েব সাইটে দেখলাম ওদের চারটা মডেল আছে। MBD-100EU, > MBD-200EU, MBD-300EU এবং MBD-400EU। এর মধ্যে প্রথমটা তো কাজ করেই না। > বাকিগুলোর মধ্যে কোনটা কোনটা কাজ করে?? >
আমার টেস্ট করা হয়নি, কিন্তু আমি মনে করি.. BLUA থেকে উদ্যোগ নিয়ে উন্মুক্ত আহ্বান করা যেতে পারে বিভিন্ন মডেল যেগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় এমনগুলোর ইনস্টল করার পদ্ধতিগুলো ছড়িয়ে দেয়া সবার মাঝে। BLUA অনেকদিন থেকেই নীরব। ব্যাপার কী? রিলিজ পার্টি কবে কোথায়? -- Ubuntu Bangladesh mailing list ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd