একই রকম মনে হয় উবুন্তু আলটিমেট এডিশন। কিন্তু ওগুলো তো ওপেনসোর্সের মূলের সাথে মেলে না। নীতি বিসর্জন দিয়ে কি করে প্রোপ্রাইটরি সফটওয়্যার দেবে ওরা?
2009/4/27 dark lord <darklord2...@gmail.com> > আমার মনেহয় নতুন ইউজার দের উবুন্টু ডিভিডির বদলে সুপার উবুন্টু দিলে ভালো > হয় কারন ডিভিডিতে এ্যাপস এর পাশাপাশী যে সোর্সকোড দেয়া থাকে তা > প্রোগ্রামার ছাড়া বেশীরভাগ ইউজারের কাজে আসেনা। > > উবুন্টু যদি ওপেনসুসির মত ডিভিডির বিশাল স্পেসের সদ্বব্যাবহার করে হাজারো > এ্যাপলিকেশন যুক্ত করে দিত তাহলে ভালো হত । তবে চিন্তা কি যা চেয়েছিলাম > সুপার উবুন্টু তা ই দিয়েছে > > On 4/27/09, dark lord <darklord2...@gmail.com> wrote: > > http://hacktolive.org/wiki/Super_OS > > > > I need this super ubuntu 9.04v . can any 1 download this for me? > > > > DL: http://hacktolive.linuxfreedom.com/ > > > > http://techtunes.com.bd/open-source/tune-id/2937/ > > > > > > -- > > DARKLORD (:= > > > > > -- > DARKLORD (:= > -- > Ubuntu Bangladesh mailing list > ubuntu-bd@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- Ubuntu Bangladesh mailing list ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd