2009/4/21 Nasimul Haque <nasim.ha...@gmail.com>
> 2009/4/21 dark lord <darklord2...@gmail.com>: > > উবুন্টু কি চাইলে সিডি ডিভিডি থেকে আপগ্রেড অপশন দিতে পারেনা? মানে > > টেকনিক্যালি এই ফিচারের ইমপ্লিমেন্ট সম্ভব কিনা। > > অল্টারনেট সিডি থেকে আপগ্রেড করা যায়। এটা বহু আগে থেকেই সম্ভব। > > > আর আমার নতুন উবুন্টু > > ভার্সন সম্পর্কে কথা হল আপনি এমন কিছু ফিচার দেবেন বা এমন নতুনত্ব উপহার > > দেবেন যাতে ইউজার পুরোনোটা থেকে নতুন টা ব্যাবহারে আরো আগ্রহী হবে।মানে > > Groundbreaking কিছু ফিচার । একবার শুনেছিলাম ক্লাউড কম্পিউটিং এর কথা > > মাথায় রেখে নতুন উবুন্টুতে কি একটা সাপোর্ট দেয়া হবে। > > ক্লাউড কম্পিউটিং বলতে কী বোঝেন? উবুন্তুর ক্লাউড কম্পিউটিং সাপোর্ট > দেয়া হয়েছে। এটা সাধারণ ব্যবহারকারীদের জন্য না। এটা ওয়েব ডেভেলপারদের > জন্য। যারা ভিপিএস-এর মত ওয়েব সার্ভিস চায়, তারা ক্লাউড ব্যবহার করতে > পারবে। আমাজনের সার্ভারে একটা উবুন্তু ইনস্টল করাটাই ক্লাউড কম্পিউটিং > আপাতত। > > > আচ্ছা উবুন্টু তে > > বাইডিফল্ট ওআইন কেন দেয়া হয়না লিগেল সমস্যা আছে নাকি? > > লিগ্যাল সমস্যা আছে কিনা জানি না। তবে এটা দেয়ার কোন যৌক্তিকতা নাই। > উইন্ডোজ সফটওয়্যার চালানো যদি মূল উদ্দেশ্য হয়, তাহলে আর উবুন্তুর > দরকার কী? > এর সাথে একটা কথা যোগ করতে চাই, উবুন্তু ব্যবহার করে বা লিনাক্স ব্যবহার করে root ইউজার ব্যবহার করাও কিন্তু বোকামী। "আমার মেশিনে আমিই রাজা" চিন্তাটা কিন্তু ভুল ;) মানে প্রয়োজন ছাড়া রুট ব্যবহার করার কোনো যৌক্তিকতা নেই :P -- Ubuntu Bangladesh mailing list ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd