আপনি ঠিকই বলেছেন।আমি বুঝেছি।ত্রিভজ এর ব্যপারে জানতাম না।ধন্যবাদ আপনাকে।
On 2/19/09, Shahriar Tariq <shahr...@linux.org.bd> wrote: > 2009/2/19 samir <sam1...@gmail.com> > >> আমি একটা সাধারন আইডিয়া দিতে চেয়েছিলাম,কারন ধরে নিয়েছিলাম যে উনাকে আগে >> বাংলা লিখার ব্যপারে সবচেয়ে সহজ উপায় জানানো।লিনাক্সের যে দুটি লেআউট আছে,সে >> দুটি আমার মনে হয়েছে যে শুরু করছে বাংলা লিখায় অভ্যস্ত হওয়া,তার জন্য খুব >> সুবিধা হবে না যতটা না ফনেটিক লেআউটি হবে।আমি নিজেই ইউনিবিজয় ব্যবহার করি। >> >> তবে আমার আরও একটি উপায় বলা উচিত্ ছিল। সামহয়ারইনব্লগ এ ফোনেটিক ইনপুটের >> ব্যবস্থা আছে।ওটা দিয়ে আপনি সহজেই বাংলা লিখতে পারবেন। >> >> ধন্যবাদ >> > > > সামির ভাই আপনার ইচ্ছা ভালো ছিলো, কিন্তু একজনকে বাংলা লেখা শিখার জন্য > অপারেটিং সিস্টেম পরিবর্তন করতে হবে? যিনি শিখতে চাচ্ছেন তিনি যেকোন সিস্টেমেই > যেকোন লেআউট শিখতে পারেন। প্রভাতও খুব কঠিন কোন লেআউট নয়। > > আর সামওয়্যারইনের কীবোর্ড ব্যবহার করা বোকামী হবে (আমার মতে), সবসময় তো আর > সামওয়্যারইনে লগইন অবস্থায় থাকবেন না। > > এরচেয়ে ভালো উপায় হচ্ছে ত্রিভূজ প্যাড ব্যবহার করা (গুগল করলেই পেয়ে যাবেন)। > > -- > Thanking you > Shahriar > Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and > মুক্ত.অর্গ http://mukto.org > -- > Ubuntu Bangladesh mailing list > ubuntu-bd@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- Sent from my mobile device samir http://techblog-samir.blogspot.com http://amarblog.com/samir -- Ubuntu Bangladesh mailing list ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd