On Wed, Feb 4, 2009 at 1:33 AM, dark lord <darklord2...@gmail.com> wrote:
> আমি ভাবতেছি প্রজন্ম আপ্র ফোরাম এতো জনপ্রিয় হইলো কেমনে ভাবতাছি ... > বাংলা ফোরাম আর সহজে বাংলা লেখার সুবিধার জন্য নাতো? > শুধু তাই নয়। সাপোর্টেরও বিষয় আছে। আমি একটা প্রশ্ন করে বড়জোর দুইদিন অপেক্ষা করবো, এরপর আগ্রহ হারায় ফেলবো। সবচেয়ে বেশি সংখ্যক সদস্য দুই বছর আগের কোন তারিখে হলে, সর্বশেষ টপিক/পোস্ট দুই/তিন দিন বা ১ সপ্তাহ আগে হলে, আগামী চব্বিশ/আটচল্লিশ ঘন্টার মধ্যে গুগল বা ইয়াহু বট ছাড়া আর কোন সদস্য ভ্রমণ না করলে সাইট/ফোরাম না চলারই কথা। ফোরামে নিয়মিত যান, নিয়মিত আলোচনা করেন, আপনাদের আলোচনা দেখেই মানুষ আগ্রহ দেখাবে। আপ্র ফোরামেও মাঝে মাঝে কেবল পুরানো সদস্যরা কথা বলতেন, আলোচনা করতেন, তা দেখেই ইদানিং নতুন সদস্যরা আসছেন প্রশ্ন করছেন। প্রজন্ম ফোরামও শুরুতে তাই ছিলো, ধীরে ধীরে এই ফোরাম বড় হয়ে আজকের অবস্থানে এসেছে। -- Thanking you Shahriar Tariq Open Source Lover, Linux User -- Ubuntu Bangladesh mailing list ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd