On Mon, Jan 26, 2009 at 2:35 AM, goutam roy <gtm_...@yahoo.com> wrote:
> আমি লিনাক্সে নতুন। যতোদূর জানি, উবুন্টুতে গনোম এবং কুবুন্টুতে কেডিই ব্যবহার 
> করা হয়। আমি প্রথমে উবুন্টু ব্যবহার করলেও পরে ডেস্কটপ দেখে কুবুন্টু ব্যবহার 
> করা শুরু করি, কিন্তু এই দুটোর পার্থক্য সম্পর্কে খুব একটা জানি না। কাজটা ভালো 
> করলাম, না খারাপ- তাও জানি না। তবে আপাতত ভালোই লাগছে। গত ক'দিনের এই 
> ইমেইলালোচনায় কিছু নতুন শব্দের সাথে পরিচিত হলাম। ভালোই হলো- এগুলো
>  সম্পর্কে জানতে হবে।

এই থ্রেডের মেইলগুলো পড়লে মনে হতে পারে কেডিই একটা বাজে ডেস্কটপ
এনভায়রনমেন্ট। আসলে কিন্তু তা না। কোন এক অদ্ভুত কারণে বাংলা কমিউনিটির
মানুষজন নোমকে বেশি পছন্দ করে আর ইউজ করে। অনেকেই মনে করে নোম হচ্ছে আসল।
তারপরে কেডিই। যেমন উবুন্তুর মেইন ডিস্ট্রো হল নোম ভিত্তিক। সেটার নামও
উবুন্তু।
যে যাই বলুক। আমার কাছে সৌন্দর্য মানেই কেডিই। নিজের কম্পিউটারে স্থায়ী
ডেস্কটপ এনভায়রনমেন্ট মানেই কেডিই।


-- 
A K M Mokaddim
http://talk.cmyweb.net
http://twitter.com/shiplu
Stop Top Posting !!
-- 
Ubuntu Bangladesh mailing list
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to