> I dont know how to enable bangla in a mobile. But to see bangla > websites this link should help. > http://forum.projanmo.com/viewtopic.php?pid=95024#p95024
@shiplu: অনেক অনেক ধন্যবাদ লিঙ্কটি দেওয়ার জন্য। মোবাইল ফোন থেকেই এই মেইলটা প্রথমবার চেক করছিলাম, তাই প্রজন্ম ফোরামের পোস্ট-টাও পড়তে পারি নাই (ডার্কলর্ড ভাইয়ের মেইলটাও)। কিন্তু মজার ব্যাপার, ওই পোস্ট-টায় ইংরেজিতে "opera:config"..... "use bitmap fonts for complex script" ... Yes ... save... কথাগুলো থাকায় বুঝে গিয়েছিলাম কাহিনী কি :D এরপর অপেরা মিনিতে সেটিংস ঠিক করে দেখলাম সব ফকফকা। কি আনন্দ! এখন সমস্যা হল একটাই, আমি মূলত ডিফল্ট ব্রাউজার টাই বেশি ব্যবহার করি (Nokia OSS S60 browser). আর Opera Mobile (S60) টা ব্যবহার করি। কারন একটাই, অনেক দ্রুতগতির। আর দুটাই Adobe Flash Lite আর JavaScript সমর্থন করে। Opera Mini তো এতোকিছু করে না। তবে আপাতত চালানোর জন্য ঠিকই আছে, এই মেইলিং লিস্টের মেইলগুলো পড়তেই পারলেই হবে আমার :D >> এই জন্যই বলছিলাম রিস্কি ব্যাপার দামী মোবাইলে ট্রাই করার দরকার নাই । ফন্টের >> কোন ব্যাকআপ ট্যাকাপ রাখেন নাই? ব্যাক-আপ রাখার দরকার হয় নাই। বাংলা যে ফন্ট-টা কপি করেছিলাম, সেটা মুছে ফেললেই সব ঠিক হয়ে যায়। জেনেই কপি করেছিলাম আসলে। আর ভাই, আমার ফোনটা মোটেও দামি না। যারা কমদামে কোন ফোন কিনতে চাচ্ছেন, তাদের সবাইকে উপদেশ দিব নকিয়া ৬১২০ ক্লাসিক কেনার। এটা কেনার পর থেকে আমি আমার পিসি আর ল্যাপটপ দুটাই ব্যবহার করা বন্ধ করে দিয়েছি। আফসোস একটাই এটায় WLAN নাই (আমার বাসায় ওয়্যারলেস নেটওয়ার্ক করা আছে)। দেখি ৫৮০০টা বের হোক ... -- Ubuntu Bangladesh mailing list ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd